লোহাগাড়া উপজেলার বার আউলিয়া-টংকাবতি সড়কের ১৬ কিলোমিটার জামছড়ি খালের উপর গার্ডার ব্রিজের নির্মাণ কাজ উদ্বোধন করেন সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ব্রিজটি নির্মাণ করবে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগ। গতকাল শুক্রবার বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভা মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, লোহাগাড়া উপজেলা কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, নেতা গনি সম্রাট, আব্দুল জব্বার, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহী আরজু, মোহাম্মদ ফারুক, লোহাগাড়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান, সাইফুল হাকিম, জয়নাল আবেদীন, তারেক চৌধুরী, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব সাহাদাৎ হোসেন, দেলোয়ার হোসেন বেলাল প্রমুখ। এছাড়া গতকাল সকাল ১১টায় সাংসদ নদভী কেরানীহাট জিসি-কেজি (আরএইচডি) ভায়া ঢেমশা ইউ পিসি সড়কেরও উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।