করোনায় ক্ষতিগ্রস্তদের সিএনজি ও সেলাই মেশিন প্রদান

শাহ এমদাদীয়ার উদ্যোগ

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৭:১৭ পূর্বাহ্ণ

করোনা মহামারির কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া)। অসহায় মানুষকে আত্মনির্ভরশীল করতে নেওয়া হয়েছে ‘স্বনির্ভরতা উদ্যোগ’। প্রাথমিক পর্যায়ে ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া ও রাঙামাটি সদর এলাকার অসহায় ৮টি পরিবারকে ৮টি সিএনজি অটোরিকশা প্রদান করা হয়েছে। এছাড়া গাউসুল আজম মাইজভাণ্ডারী টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের দুইটি সেলাই মেশিন ও তিনটি কম্পিউটার প্রদান করা হয়েছে।
মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন আওলাদে রাসূল (স.) সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (ম.) পৃষ্ঠপোষকতায় ও নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর (ম.) ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার খুলশী মাইজভাণ্ডারী খানকায় এসব সিএনজি, সেলাই মেশিন ও কম্পিউটার হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দুল হক খান, ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত ও সৈয়দ এরহাম হোসাইন মাইজভাণ্ডারী। নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, করোনা মহামারির কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। আমাদের এ উদ্যোগ সরকারের স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে উদ্যোগ তাতে সহায়ক হবে বলে আশা রাখি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারী সাগরিকা দৃষ্টি বিতর্ক কর্মশালা শুরু হচ্ছে
পরবর্তী নিবন্ধসাহেদুল হক চৌধুরী