মোস্তাফিজের বোলিংয়ে আশার আলো

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৫:৩৩ পূর্বাহ্ণ

করোনার আগে খেলা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত সময়টা ভাল যাচ্ছিলনা দেশের সেরা পেসার মোস্তাফিজুর রহমানের। তবে করোনার পর মোস্তাফিজ যেন ফিরে পেতে শুরু করেছে নিজেকে। তিন দলের প্রেসিডেন্ট কাপের প্রথম ম্যাচের বোলিং পারফরম্যান্স ৭-২-১৪-১। আর পরের ম্যাচে ৮-২-১৫-৩। তার গতি, নিশানা, স্কিল আর শরীরী ভাষা সবকিছু থেকেই সেরা ছন্দে ফেরার পথে আছেন এই বাঁহাতি পেসার। দীর্ঘ বিরতির পর মাঠে নামলেও মোস্তাফিজকে বেশ সাবলিল দেখছেন নির্বাচকরা। দীর্ঘ বিরতির পর ব্যাটসম্যানরা বেশির ভাগই নেই ছন্দে। তাই হয়তো শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি মোস্তাফিজকে। সবচাইতে বড় কথা হচ্ছে ইতিবাচক অনেক কিছুই চোখে পড়েছে মোস্তাফিজের বোলিংয়ে। নিজের করণীয়টুকু তিনি করেছেন দারুণভাবে।
চার বছর আগে লন্ডনে কাঁধের বড় একটি অস্ত্রোপচারের পর থেকে মোস্তাফিজ শতভাগ ফিট হয়ে খেলতে পেরেছেন কম সময়ই। করোনাভাইরাসের প্রকোপের কারণে পাওয়া দীর্ঘ বিরতিতে যথেষ্ট বিশ্রাম পেয়ে মোস্তাফিজকে বেশ ফিট দেখাচ্ছে। তাই এই মন্থর উইকেটেও তার সেরা সময়ের কাছাকাছি মনে হচ্ছে কাটার মাস্টারকে । মোস্তাফিজের ক্ষুধা ও তাড়না নিয়েও প্রশ্ন উঠছিল কিছুদিন আগে। ক্রিকেট থেকে দীর্ঘসময় দূরে থাকার পর তাকে বেশ ক্ষুধার্ত মনে হচ্ছে। প্রতিটি বলে সেরাটা দেওয়ার তাড়না চোখে পড়েছে। মাঠেও খুব ফুরফুরে লাগছে তাকে। গত দুই ম্যাচে ব্যাটসম্যান বুঝে ও ফিল্ড পজিশন অনুযায়ী বোলিং করতে দেখা গেছে তাকে। দুই ম্যাচেই নতুন বলে দারুণ বোলিং করেছেন মোস্তাফিজ। পুরানো বলেও একই অবস্থা দেখা গেছে। টানা দুই ম্যাচে এমন ধারাল বোলিং করলেন হয়তো অনেকদিন পর। ছোট ছোট উন্নতির পথ ধরেই তো বড় কিছুর দিকে ছুটতে হয়। মোস্তাফিজ পদক্ষেপ নিতে শুরু করেছেন। তাই প্রেসিডেন্ট’স কাপ থেকে পুরানো রূপের মোস্তাফিজকে আশা করতে পারে বাংলাদেশের ক্রিকেট।

পূর্ববর্তী নিবন্ধসাইক্লিং ফেডারেশনে জায়গা পেলেন চট্টগ্রামের আরো দুই ক্রীড়া সংগঠক
পরবর্তী নিবন্ধফিরেছেন ইউনিভার্সাল বস