সরকারি দামে আলু মিলছে না এখনো

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৫:১৬ পূর্বাহ্ণ

সরকার খুচরা পর্যায়ে আলুর দাম সর্বোচ্চ ৩০ টাকা কেজিতে বেঁধে দেওয়ার এক সপ্তাহের বেশি সময় পরও নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যটি সেই দামে মিলছে না। গতকাল চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বাজারে পরিদর্শন শেষে প্রতিবেদকরা জানান, খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু ৪০ টাকা থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ঢাকার কারওয়ানবাজারের পাইকারি বিক্রেতারা পাঁচ কেজি আলু বিক্রি করছেন ২২০ টাকা। অর্থাৎ প্রতি কেজির দাম ৪৪ টাকা পড়ে। পাড়া-মহল্লার দোকানে খুচরায় এই আলু বিক্রি হচ্ছে ৪৬ টাকা থেকে ৪৮ টাকায়। কারওয়ানবাজারের পাইকার দেলোয়ার হোসেন বলেন, সরকার দাম কমাতে চাপ দিলেও বাস্তবে বেপারিরা দাম কমাচ্ছে না বা কমাতে পারছেন না। বেচাকেনায়ও স্থবিরতা নেমে এসেছে। গত দুই দিনে কারওয়ান বাজারে নতুন করে কোনো আলু ঢুকেনি। স্টকের মালও বিক্রি হয়নি। খবর বিডিনিউজের।
প্রতি কেজি আলুর খুচরা দাম ৫০ টাকায় ওঠার পর ৭ অক্টোবর পণ্যটির উৎপাদন ও সংরক্ষণসহ বিভিন্ন পর্যায়ের ব্যয় বিশ্লেষণ করে মুনাফা দর হিমাগার পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে সর্বোচ্চ ২৫ টাকা ও খুচরা পর্যায়ে সর্বোচ্চ ৩০ টাকায় বেঁধে দেয়ে কৃষি বিপণন অধিদপ্তর। তবে রাজশাহী অঞ্চল থেকে ঢাকায় আলুর সরবরাহকারী হাজি সাইফুল ইসলাম বলেন, এবার আলুর মজুদ খুবই কম। বাজারে চাহিদা বেশি থাকায় মহাজনরা দাম বাড়িয়েছেন। গত কয়েক বছরে অনেকেই আলুর ব্যবসা করতে গিয়ে দেউলিয়া হয়েছিলেন। তারা এবার ৪০ টাকার নিচে আলু ছাড়তে চাচ্ছেন না।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, দেশের সব জায়গায় আলুর দাম কমতে আরও কিছুদিন সময় লাগবে। কারণ ইতোমধ্যে গুদাম থেকে বেশ চড়া দামে কিছু আলু বাজারে এর মধ্যে এসে গেছে। কয়েকদিনের মধ্যে খুচরা বাজারে এর প্রভাব পড়বে। গতকাল শুক্রবারও রাজধানীর কয়েকটি আড়তে অভিযান চালাতে গেলে ব্যবসায়ীরা ৩০ টাকা কেজিতে আলু বিক্রির প্রতিশ্রুতি দিয়েছেন বলে তিনি দাবি করেন।

পূর্ববর্তী নিবন্ধআদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী
পরবর্তী নিবন্ধএখনো আটক হয়নি কেউ