মহানগর বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকে চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, পতেঙ্গায় বিভিন্ন প্রকল্পে দুর্নীতি সমৃদ্ধ উন্নয়নের সুফল জনগণ ভোগ করছে না। ২০০০ কোটি টাকার প্রকল্পে পতেঙ্গার বেড়িবাঁধ নির্মাণ, আউটার রিং রোড নির্মাণে উন্নয়নের নামে দুর্নীতির কারণে জনগণ কোনো ধরনের সুফল পাচ্ছে না। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মাঝে সুরক্ষা সামগ্রী হস্তান্তর ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আজ দেশের সাধারণ মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হাহাকার করছে দেশের সাধারণ মানুষ। শাক-সবজি, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালে নেই। আলুর দাম অতীতের সব রেকর্ডকে ভঙ্গ করেছে। সরকারের বাজার মনিটরিং বলতে কিছুই নেই। সিন্ডিকেট ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করছে। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ১২ বছরের অধিক সময় ক্ষমতায় থেকেও এই সরকার জনগণের ভাগ্য উন্নয়ন করতে না পারলেও নিজেদের ভাগ্য উন্নয়ন করতে ভুল করে নাই। আজ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে জনগণের টাকা আত্মসাৎ করে সরকারিদলের নেতাকর্মীরা শত শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছে।
৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম মেম্বারের সভাপতিত্বে ও মো. জসিম উদ্দীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি মো. মিয়া ভোলা, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, পতেঙ্গা থানা বিএনপির সভাপতি ডা. নুরুল আবছার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাব উদ্দীন। উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য আতিকুর রহমান, পতেঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি ইসমাইল কমিশনার, আবু ছিদ্দিক, যুগ্ম সম্পাদক মনির আহমেদ, হাজী আলমগীর, আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক আইয়ুব আলী বঙ, নুরুল হুদা, মোহাম্মদ ইকবাল, আলী হোসেন, জিয়াউর রহমান জিয়া, আলী ওসমান মিন্টু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।