মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, তৃণমূল স্তর থেকে দলকে গতিশীল করার তাগিদ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী। তিনি গতকাল বুধবার উত্তর কাট্টলী ওয়ার্ডের কার্যকরী কমিটির সভায় এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম সচল রাখছে। আগামীতেই চসিক নির্বাচনে মেয়র পদে যাতে দলীয় নৌকা প্রতীকের প্রার্থী বিজয় সুনিশ্চিত হয় সে জন্য দলের ওয়ার্ড ও থানা পর্যায়ে যে শূন্যপদগুলো বিদ্যমান রয়েছে তা পূরণ করা ছাড়া কমিটি গঠন প্রক্রিয়া এই মুহুর্তে প্রযোজ্য নয়। কারণ, এটা করতে গিয়ে বিভাজন, বিভেদ, কোন্দল সৃষ্টি হতে পারে। দলের মধ্যে সুবিধাবাদী হাইব্রিডদের তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমি বারবার বলেছি এই সকল নেতিবাচক প্রতিযোগিতা অমঙ্গল বয়ে আনবে। আমি স্পষ্টত ঘোষণা করতে চাই ইউনিট পর্যায়ে দলীয় ও রাজনৈতিক ইস্যুগত কর্মসূচিগুলো পালিত হোক। তাহলেই একেবারেই তৃণমূল স্তর থেকেই কিছু নতুন মুখ বেরিয়ে আসবে এবং তারাই হবে আমাদের শক্তির মূল উৎস। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন চসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেন, মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন এ ইউনিটের বীরেন্দ্র লাল দে, বি ইউনিটের শফিউল আলম চৌধুরী, সি ইউনিটের এ এইচ এম আবুল খায়েরের সভাপতিত্বে কার্যকরী কমিটির সভায় বক্তব্য দেন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মো. হোসেন, আবু তাহের, শহিদুল আলম, এম এ জাফর, সাইফুদ্দিন খালেদ বাহার, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, বেলাল আহমেদ, সুলতান আহমদ চৌধুরী, কাজী আলতাফ হোসেন, রেজাউল করিম কায়সার, ইকবাল চৌধুরী, গিয়াস উদ্দিন জুয়েল, হাবিবুর রহমান চৌধুরী, সি ইউনিটের হারুনুর রশিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।