দুবাই নিতে ভিসা দেয়ার নামে ৩ লাখ ২০ হাজার টাকা নিয়ে আত্মাসাৎ করার পর ওই টাকা ফেরত চাইলে উল্টো মামলা-হামলার শিকার হচ্ছেন রাঙ্গুনিয়ার বৃদ্ধ বেলায়েত আলীর পরিবার। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন রাঙ্গুনিয়ার হোছনাবাদ ইউনিয়নের ফকিরঘোনার বাসিন্দা বেলায়েত আলী। এতে লিখিত বক্তব্যে বেলায়েত আলী অভিযোগ করে বলেন, একই এলাকার জানে আলমের স্ত্রী ছায়েরা বেগমের কয়েকজন আত্মীয় ও ভাই দুবাইতে থাকেন। সেই সুবাদে মো. রাসেল নামে বেলায়েত আলীর এক নিকটাত্মীয়কে বিদেশ নিতে ভিসা দেয়ার জন্য ৩ লাখ ২০ হাজার টাকা নেন ছায়েরা বেগম।বেলায়েত আলী হচ্ছেন রাসেলের বোনের শ্বশুর। ভিসা কেনার জন্য রাসেলের পরিবারের সাথে ছায়েরা বেগমের মধ্যে মধ্যস্থতা করেন বেলায়েত আলী। পরে দুবাইয়ের ভিসার কপি দেয়া হয় রাসেলকে। পরে বিমান টিকেট কনফার্ম করার ভিসা পরীক্ষা করে রাসেল জানতে পারেন ভিসার কপিটি জাল। ছায়েরা বেগমের দুই ভাই রাজনৈতিকভাবে প্রভাবশালী। ভিসার টাকা ফেরত চাইলে বেলায়েত আলীর পরিবারকে ভাইদের প্রভাব কাটিয়ে উল্টো মামলায় জড়িয়ে হয়রানি করতে থাকেন ছায়েরা বেগম। সর্বশেষ গত ৯ ও ১০ অক্টোবর কয়েক দফায় হামলা করে বেলায়েত আলী পরিবারের কয়েকজনকে রক্তাক্ত করা হয়। হামলার শিকার হয়ে স্থানীয় থানায় গিয়েও কোন প্রকার প্রতিকার পাননি বলে অভিযোগ করেন বেলায়েত আলী। বর্তমানে বেলায়েত আলীর পরিবার ঘরছাড়া বলে এতে অভিযোগ করা হয়। এবিষয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্্রমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান, কোহিনূর আক্তার, মরিয়ম বেগম, হাছিনা আক্তার, মো. সোহেল।