আর্মেনিয়া-আজারবাইজান সংঘাতে মানবিক সঙ্কটের আশঙ্কা

| বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২০ at ৯:০৪ পূর্বাহ্ণ

যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পর থেকেই সংঘাতে জড়িয়ে পড়া আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে লড়াই চলতে থাকায় ওই অঞ্চলে মানবিক সংকট দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক গোষ্ঠীগুলো। নাগোর্নো-কারাবাখ ঘিরে লড়াই চালিয়ে আসা আর্মেনিয়া এবং আজারবাইজান তিনদিন আগে যুদ্ধবিরতি করতে রাজি হওয়ার পর মঙ্গলবারও একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করেছে। খবর বিডিনিউজের।
বিশ্বের শক্তিধর দেশগুলো থেকে লড়াই বন্ধের আহ্বানের পরও ভেস্তে যেতে বসেছে যুদ্ধবিরতি। নাগোর্নো কারাবাখের মারতুনি শহরে গোলা হামলা হতে দেখার কথা জানিয়েছেন রয়টার্সের এক ফটোসাংবাদিক। তাছাড়া, রয়টার্সের এক টিভি সাংবাদিকও মঙ্গলবার সকালের দিকে আজারবাইজানের টার্টার শহরের কেন্দ্রস্থলে গোলা হামলা হওয়ার কথা জানিয়েছেন।
আজারবাইজান বাহিনী আর্মেনিয়া বাহিনীর বিরুদ্ধে ব্যাপকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আর্মেনিয়া গোরানবোয়, আঘদাম, টার্টারসহ আজেরি অঞ্চলগুলোতে গোলাবর্ষণ করছে। কিন্তু আজারবাইজান বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করছে না।
আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র সঙ্গে সঙ্গেই এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, সাময়িকভাবে শান্ত থাকার পর আজেরি বাহিনী আবার সামরিক অভিযান শুরু করেছে। বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চলে দুই সপ্তাহ ধরে প্রাণঘাতী সংঘর্ষের পর রাশিয়ার উদ্যোগে গত সপ্তাহে শুক্রবার মস্কোয় প্রায় ১০ ঘণ্টা আলোচনার পর উভয়পক্ষ অস্থায়ীভাবে যুদ্ধবিরতি ঘোষণা করতে রাজি হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপ্রবীণরা ট্রাম্পের কাছে খরচযোগ্য : বাইডেন