জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর চাপ কমাতে এবং রাজধানীর সাতটি সরকারি কলেজের মান উন্নয়নের জন্য ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। ঢাবি অধিভুক্তের প্রথমদিকে সাত কলেজের শিক্ষার্থীদের ঠিকমত পরীক্ষা হয় নি, রেজাল্ট প্রনয়ণে দেরি হয়েছে এবং আশানুরূপ রেজাল্ট পায়নি শিক্ষার্থীরা।এতে করে সাত কলেজের শিক্ষার্থীরা জাতীয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় অনেকটা পিছিয়ে পড়ে। তৃতীয়-চতুর্থ বর্ষের ফাইনাল পরিক্ষার্থীরা এক থেকে দেড় বছর হতে যাচ্ছে এখনো কিছু ডিপার্টমেন্টের রেজাল্ট পায়নি আর যা পেয়েছে তা অনেকেরই আশানুরূপ হয়নি। প্রথম-দ্বিতীয় বর্ষের পরিক্ষার্থীদেরও প্রায় ১ বছর হতে চলছে অধিকাংশ ডিপার্টমেন্টের রেজাল্ট বাকী রয়েছে। করোনা ভাইরাসের এমত অবস্থায় শিক্ষার্থীদের নামমাত্র ক্লাস হচ্ছে আর ভালো ইন্টারনেট সুবিধার অভাবে ঠিকমত ক্লাস করতে পারছে না সাত কলেজের লাখ শিক্ষার্থীরা।এতে করে পড়াশোনা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে শিক্ষার্থীরা।সাত কলেজের শিক্ষার্থীদের আদৌ পরীক্ষা হবে কিনা তাছাড়া অটোপ্রমোশন এর কোনো সুযোগ পাবে কিনা এই ব্যাপারে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু জানায়নি।এমতাবস্থায় সাত কলেজের লাখ লাখ শিক্ষার্থীরা এক ধরনের অনিশ্চয়তায় কাটাচ্ছে। দয়া করে কলেজ কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দিকে একটু নজর দিন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
মোঃ তোফায়েল আহমেদ,
শিক্ষার্থী, ঢাকা কলেজ