সাতকানিয়া পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক আলোচনা সভা গত ১২ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী যারা পূজামণ্ডপে যাবেন, তাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা দেবে। কোনো দুষ্কৃতিকারী যাতে অপকর্ম করতে না পারে-এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপে পূজা কমিটিকে স্বেচ্ছাসেবক টিম নিয়োগ দিতে বলা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবদুস সালাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার চৌধুরী, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন, কোষাধ্যক্ষ সেলিম উদ্দীন, কালিয়াইশ ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস দত্ত, আমিলাইষ ইউপি চেয়ারম্যান হানিফ চৌধুরী, রুপ কুমার নন্দী খোকন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।