পাহাড় আছে ঝরণা আছে
আছে স্রোত ধারা
রাসেল ভাইটি নেই কোথাও
কাঁদে স্বদেশ পাড়া।
লেকের ধারে ছিলো কতো
খুশির আনাগোনা
আশে পাশের সবার সাথেই
ছিল জানাশোনা।
ভাইটি আমার ছিলো সবার
বুকের মানিক রতন
আদর সোহাগ বুলানো সেই
পেতো মায়ের যতন।
থাকতো পাশে হাসি খুশি
খেলার সাথী টমি,
থমথমে আজ বত্রিশের
ছোট্ট উঠোন-জমি।