তাৎক্ষণিক ট্রেড লাইসেন্স নবায়ন করে ব্যবসায়ীদের হাতে দিলেন ইউএনও

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৫:৪৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে তাৎক্ষণিক ট্রেড লাইসেন্স নবায়ন করে ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছেন উপজেলা প্রশাসন। গত সোমবার উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের কামদর আলী চৌধুরী বাজারে উপজেলা প্রশাসন ও গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদারের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং গড়দুয়ারার ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ‘ংবৎারপব ধঃ ফড়ড়ৎ ংঃবঢ়্থ কার্যক্রম পরিচালনা করা হয়। ইউনিয়নের কামদর আলী চৌধুরী বাজারে এই কার্যক্রম পরিচালনা করে জনগনের দোরগোড়ায় সেবা পৌছে দেয়া এবং ইউনিয়ন পরিষদের রাজস্ব বৃদ্ধি। যেসকল ব্যবসায়ী ট্রেড লাইসেন্স নেন নি কিংবা ট্রেড লাইসেন্স নিয়েছেন কিন্তু নবায়ন করছেন না তাদেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তাৎক্ষণিক ট্রেড লাইসেন্স গ্রহণ অথবা তাৎক্ষণিক নবায়নে উৎসাহিত/নিশ্চিত করেছেন। দোকানের সামনেই তাৎক্ষণিক লাইসেন্স প্রদান এবং নবায়ন করা হচ্ছে। সেবাপ্রার্থীকে যাতায়াত অর্থ এবং সময় খরচ করে পরিষদে যাবার দরকার হচ্ছেনা।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধধর্ষককে গ্রেপ্তারের সাথে সাথে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে