ভুল তথ্যে ছড়িয়ে পড়া বন্ধ করতে মার্কিন নির্বাচনের আগে ধারাবাহিক পরিবর্তন আনছে টুইটার। কোনো রাজনৈতিক ব্যক্তি প্রমাণিত সূত্র ছাড়া নিজেকে বিজয়ী দাবি করতে পারবে না, বিজয়ী দাবি করতে অবশ্যই দুইটি প্রমাণের সূত্র থাকতে হবে বলে জানিয়েছে জনপ্রিয় সোস্যাইল মিডিয়া সাইট টুইটার।
কিছুদিন আগে টুইটার বলেছিল যে নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার আগে নিজেকে বিজয়ী দাবি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব ভুল তথ্য যাতে নির্বাচনের সময় ছড়িয়ে পড়তে না পারে এই কারণে টুইটের সঙ্গে লেবেল যুক্ত করে দেওয়া হবে। এর ফলে যখন কেউ কোনো পোস্টে টুইট বা রিটুইট করতে যাবে তখনই একটি অটোমেটিক ইনফরমেশন পাবে সেটার প্রকৃত উৎস সম্পর্কে। এরপর তারা সেই পোস্টে টুইট বা রিটুইট করতে পারবে। এছাড়াও সেই সব একাউন্টের উপর নজর রাখা হবে যাদের এক লাখের বেশি ফলোয়ার এবং যেই টুইটগুলো পপুলার পেজে থাকবে। এখনকার স্বাভাবিক ব্যবহারের মত নির্বাচনের সময় টুইটার ব্যবহার করা যাবে না। শুক্রবার একটি ব্লগে টুইটার লিখেছিল, এর ফলে আমরা ভুল তথ্যর বিস্তার রোধ করতে পারবো। আর ব্যবহারকারীও সঠিক তথ্যর সূত্র সম্পর্কে জানতে পারবে।