সিএসইতে সিআরও হিসেবে পুনঃনিয়োগ পেলেন শামসুর রহমান

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৫:২১ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ(সিএসই)-এর নতুন চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) হিসেবে মোহাম্মদ শামসুর রহমান, এফসিএমএ-এর পুনঃনিয়োগ অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে পরিচালকমণ্ডলী তার মেয়াদ আরো তিন বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়। মোহাম্মদ শামসুর রহমান ডিজিএম ও হেড অব কর্পোরেট ফিন্যান্স ডিপার্টমেন্ট হিসেবে সিএসইতে তার কর্মজীবন শুরু করেন ২০১১ সালে। পরবর্তীতে তিনি চিফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে এবং একই পদে নিয়োগ পান ২০১৭ সালে। তিনি ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর ফেলো সদস্য। তিনি তার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সিএসইতে যোগ দেয়ার আগে মোহাম্মদ শামসুর রহমান ব্র্যাক ইন্টারন্যাশনালে হেড অব ইন্টারনাল অডিট হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি ঢাকা সিটি কলেজে সহকারী অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবির সাবেক উপাচার্য আর আই চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধলায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও সিএলএফের শোক প্রকাশ