সমরজিতের গানের মডেল বাবা-মা

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৫:০৫ পূর্বাহ্ণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাস্ত্রীয় সংগীতের গুণীশিল্পী সমরজিৎ রায় প্রকাশ করতে যাচ্ছেন ‘আমার মা’ শিরোনামে নতুন গান। গত বুধবার তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিতব্য এই গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী সমরজিৎ নিজেই। খবর বাংলানিউজের।
প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু। মিঙিং ও মাস্টারিং করেছেন জে কে মজলিশ। গানটির অডিও ধারণ করেছেন অজয় মজুমদার এবং ভিডিও দৃশ্য ধারণ করেছেন অদ্বিতীয় কাব্য ও প্রজেসনজিৎ চৌধুরী। ভিডিও সম্পাদনায় ছিলেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ। নতুন এই গান সম্পর্কে সমরজিৎ বলেন, কয়েক বছর আগে দুর্গাপূজা উপলক্ষে রূপরেখা ব্যানার্জীর সঙ্গে একটি দ্বৈতগান প্রকাশ করেছিলাম। এরপর ‘আমার মা’ শিরোনামের গানটি দুর্গাপূজা উপলক্ষে হলেও গেয়েছি মূলত পৃথিবীর সমস্ত মাকে নিয়েই। আমার কাছে আসলে মা’ই সবকিছু। তাই প্রতিমার চেয়েও নিজের জন্মদাত্রী মায়ের গুরুত্ব আমার জীবনে অনেক বেশি। তিনি আরও বলেন, ভালো লাগার বিষয় হলো মাকে নিয়ে গানটি আমি নিজে লিখে সুর করেছি এবং এই ভিডিওটিতে মায়ের চরিত্রে পেয়েছি আমার নিজের মাকেই এবং বাবার চরিত্রে আমার বাবাকে। তাই স্বাভাবিকভাবেই এটি আমার কাছে অনেক বিশেষ একটি গান, যা সারাজীবনের সঞ্চয় হয়ে থাকবে। এই গানটি শুনলে সবারই তাদের নিজের মায়ের কথা মনে পড়বে, পড়বেই।

পূর্ববর্তী নিবন্ধকরোনাভাইরাস ছোঁবে না ট্রাম্পকে লেবেল জুড়লো টুইটার
পরবর্তী নিবন্ধকলির হারানো দিনের গান