প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলি বলেছেন, আইনের সুশাসন যদি প্রতিষ্ঠা না হয়, আইন যদি দ্রুত কাজ না করে, আইনে যদি স্বচ্ছতা না থাকে তাহলে এই আইনকে ভিন্ন পথে পরিচালিত করবে অপরাধীরা। এই আইনের মাধ্যমে মহিলাদের অনেকেই কিন্তু অন্যদেরকে ইচ্ছায় বা অনিচ্ছাকৃতভাবে ভিকটিম করার চেষ্টা করবে। আবার যারা ভিকটিম থাকবে সন্ত্রাসীরা ভিকটিমদের গুম করা বা হত্যার চেষ্টা করবে। অথবা ভিকটিম যাতে কোনো স্টেটম্যান্ট দিতে না পারে সেই ব্যবস্থা নেয়ার প্রবণতা বেড়ে যাবে। প্রফেসর ইদ্রিস আলি বলেন, শাস্তি বাড়িয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না। তাহলে পৃথিবীতে অনেক অপরাধ নির্মূল হয়ে যেত। আইনকে সক্রিয়, আইনের সুশাসন সুদৃঢ় করে এসব অপরাধের নিয়ন্ত্রণ করতে হবে। সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।