আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সারের ১০মৃত্যুবার্ষিকীতে গত শুক্রবার মরহুমের চন্দনপুরাস্থ পারিবারিক কবরস্থানে মহানগর আ.লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আসন্ন চসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী, সফর আলী, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, শহীদুল আলম, সাইফুদ্দীন খালেদ বাহার, সাহাবুদ্দিন আহম্মেদ, আনছারুল হক, রেজাউল করিম কায়সার। পুষ্পস্তবক অর্পন শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মাহফিল পরিচালনা করেন অধ্যাপক মাসুম চৌধুরী।
অবিনাশী’৭১ : আতাউর রহমান খান কায়সারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার মরহুমের কবরে অবিনাশী’৭১ মুক্তিযুদ্ধ ও প্রয়াত নেতা সন্তান পরিষদ বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ উপলক্ষে সংগঠনের সভাপতি সাইফুদ্দিন খালেদ বাহারের সভাপতিত্বে ও রেদোয়ানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ওয়াসিকা আয়েশা খান এমপি। আরো উপস্থিত ছিলেন সাদিকুর রহমান টিপু, ওয়াহিদুল আলম শিমুল, সিজার বড়ুয়া, মো. নেজাম উদ্দিন সুলতান, আবদুল্লাহ আল মামুন, জুল কারনাইন সুমন, এরশাদুল আলম, রাজিব দে, সুচিত্রা গুহ টুম্পা, জয়নুদ্দিন জয়, ইউনুস খান, জাকির হোসেন বাচ্চু, মো. মাসুদ। মোনাজাত পরিচালনা করেন আসাদুজ্জামান খান। স্মরণ সভা শুরুর পূর্বে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।