বিসিবি প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্টের মোট প্রাইজমানি ধরা হয়েছে ৩৬ লাখ ৭৫ হাজার টাকা। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান এই পুরো টুর্নামেন্টের কোনো পৃষ্ঠপোষক না থাকলেও চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের জন্য রয়েছে প্রাইজমানি। এছাড়াও প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারির জন্য রয়েছে প্রাইজমানি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১৫ লাখ টাকা আর রানাস আপ দল পাবে ৭ লাখ টাকা। এছাড়া ফাইনাল ম্যাচ ছাড়া প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় পাবে ৫০ হাজার টাকা। ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটার পাবেন ১ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবেন ২ লাখ টাকা, আর টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডার ১ লাখ করে টাকা পাবেন। এছাড়া প্রতি ম্যাচের সেরা ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডার ২৫ হাজার করে টাকা পাবেন।