বান্দরবানে পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৪:৪৯ পূর্বাহ্ণ

বান্দরবানে বাচোমং মারমা (৩৮) নামে এক পল্লি চিকিৎসককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি বাজারে এ ঘটনা ঘটে। একদল সন্ত্রাসী দেকানে ঢুকে আকস্মিকভাবে গুলি করে তাকে হত্যা করে। তারা যাওয়ার সময় ওই পল্লি চিকিৎসকের মোটরসাইকেল নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ে আধিপাত্য বিস্তারের দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড। নিহত ব্যক্তি দীর্ঘদিন পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস) সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তীতে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার জানান, সন্ত্রাসীদের গুলিতে একজনের মৃত্যু খবর পেয়েছি। তবে হত্যাকান্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএকের পর এক ধসে পড়ছে সিসি ব্লক
পরবর্তী নিবন্ধসেই সাহেদ চট্টগ্রাম কারাগারে আজ আদালতে হাজিরা