দেশ ও দলের জন্য কায়সারের অবদান স্মরণীয় হয়ে থাকবে

স্মরণ সভায় অভিমত

| শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ১১:৩২ পূর্বাহ্ণ

চসিক প্রশাসক : চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, আতাউর রহমান খান কায়সার একজন অকুতোভয় নিবেদিত প্রাণ, প্রজ্ঞাবান রাজনীতিবিদ ছিলেন। বঙ্গবন্ধু দেশ ও জনগণের স্বার্থে ৭১ এর নির্বাচনে কিছু বাস্তব সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তের ফলে কিছু প্রথিতযশা পরিবারের সন্তানরা আওয়ামী লীগের রাজনীতিতে এসেছিল, তারা বিশ্বস্ত থেকে দলের জন্য অশেষ অবদান রেখেছেন, সফল হয়েছেন, আওয়ামী রাজনীতিকে পরিপূর্ণতা এনেছেন। জনমনে তারা অমর হয়ে রয়েছেন। আতাউর রহমান খান কায়সার তাদেরই একজন। গতকাল শুক্রবার আতাউর রহমান খান কায়সারের দশম মৃত্যুবাষির্কীতে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে প্রশাসক একথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট : আওয়ামী লীগের জাতীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান বলেছেন, আমার বাবা আতাউর রহমান খান কায়সার আমাদের শিখিয়ে গেছেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও কিভাবে সৎ ও আদর্শবান থাকা যায়। আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার চন্দনপুরাস্থ বংশাল বাড়িতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণ সভা ও মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজামুল ইসলাম সরফীর সঞ্চালনায় ও সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, খোরশেদ আলম, আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার, প্রাবন্ধিক শাকিল আহমদ, এস এম মোখলেসুর রহমান প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর অনুসারী কায়সার ভাই আজীবন যে অবদান রেখেছেন তাতে তিনি একটি বাতিঘরে পরিণত হয়েছেন। রাজনৈতিক কর্মীদের বিপদে পাশে দাঁড়াতেন তিনি। আওয়ামী পরিবারের একজন নির্ভরযোগ্য অভিভাবক হিসাবে তিনি আমৃত্যু দেশের জন্য কাজ করে গেছেন। দেশ, জাতি ও দলের জন্য আতাউর রহমান কায়সারের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
গতকাল শুক্রবার চন্দনপুরাস্থ মরহুমের বাসভবন প্রাঙ্গণে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।বক্তব্য রাখেন দক্ষিন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, অ্যাড. মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, বন বিষয়ক সম্পাদক অ্যাড. মুজিবুল হক, উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, শমসের আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, ওমর ফারুক চেয়ারম্যন, ছিদ্দিক আহমদ বিকম, রেজাউল করিম বাবুল, মাহবুবুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, দক্ষিণ জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান। এসময় আতাউর রহমান খান কায়সারের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উত্তর জেলা আওয়ামী লীগ: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সাবেক সদস্য, সাবেক গণপরিষদ সদস্য ও রাস্ট্রদূত আতাউর রহমান খান কায়সারের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার চন্দনপুরাস্থ মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জেয়ারত ও আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত সংগঠনের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম, ও সাধারণ সম্পাদক শেখ মো: আতাউর রহমান, সহ সভাপতি অধ্যাপক মো: মঈনুদ্দিন, মো: আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারন সম্পাদক জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু ,নজরুল ইসলাম তালুকদার , ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাফর আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডা: মো: মোস্তফা , কার্যনির্বাহী সদস্য শওকত আলম, মো: সেলিম উদ্দিন, সাহেদ সরওয়ার শামীম, আকতার উদ্দিন মাহমুদ পারভেজ, মঞ্জুর মোর্শেদ ফিরোজ প্রমুখ ।
মহানগর যুবলীগ: আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সাবেক সদস্য ও রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সারের মৃত্যুবার্ষিকীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, আওয়ামী যুবলীগের সদ্য বিদায়ী সহ-সম্পাদক মো. সেলিম উদ্দিন, নগর যুবলীগের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরওয়ার মোরশেদ কচি, সাইফুল ইসলাম, একরাম হোসেন, শাখাওয়াত স্বপন, মাসুদ রেজা, আবু সাঈদ জন, হেলাল উদ্দীন, অধ্যাপক কাজী মুজিব, রনজিৎ দে, হাবিব উল্লাহ নাহিদ, নুরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমেদ দিগল, নাছের তালুকদার, প্রবীর দাশ তপু, আবদুল আজিম, সোহেল রানা, মইনুল ইসলাম রাজু, বি কে চন্দ্র, আবু বক্কর চৌধুরী, আর কে মল্লিক, ভিপি ওয়াসিম উদ্দীন, জাবেদ খান, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিকী, আলমগীর আলম, আজিজ উদ্দীন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, আমানত আল্লাহ ডিউক, শাহেদুল ইসলাম শাহেদ, সরওয়ার খান, মেজবাহ উদ্দিন নোবেল, সাইফুর রহমান রাজু, কফিল উদ্দীন, আফতাব উদ্দীন রুবেল, সাবেক ছাত্র নেতাদের মধ্যে ফরিদ নেওয়াজ, হুমায়ুন কবির, সৈয়দ নজরুল ইসলাম, রাজীব দত্ত রিংকু, আবু নাসের আজাদ, নুরুল আজিম রনি, মির্জা আহমেদ, কাজী মামুন, মনোয়ার হোসেন নোবেল, রফিকুল আলম বাপ্পী, আলমগীর আলম, ওয়ার্ড যুবলীগের সভাপতি সা: সম্পাদকের মধ্যে দেলোয়ার হোসেন বাবুল, মো: জসিম উদ্দীন, শওকত আলী, অমল সেন, মান্না বিশ্বাস, আবদুল মান্নান, খায়রুল বাশার তসলিম, অধ্যাপক নাজিম উদ্দীন, এম এ আজিজ, আবুল কালাম আবু, মাঈনুল ইসলাম, নজরুল ইসলাম, আবদুল ওয়াজেদ খান রাজীব, আহমেদ আবদুর রহিম, মো: শফি, আনিসুর রহমান মানিক, সাইমুম হোসেন ভোর, মো: সালাউদ্দিন, সাজু বিশ্বাস।প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধধর্ষণসহ নারীর প্রতি যেকোনো সহিংসতা রোধে কঠোর অবস্থানে সরকার
পরবর্তী নিবন্ধনভেম্বরে কি টিকা? বাড়ছে জল্পনা