গণমাধ্যমের উপর আক্রমণ বন্ধের আহ্বান অ্যামনেস্টির

| শুক্রবার , ৯ অক্টোবর, ২০২০ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশে গণমাধ্যম ও সাংবাদিকদের উপর সরকারের ‘নিপীড়ন’ বেড়েছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পর্যবেক্ষণ। মানবাধিকার সংগঠনটি বলেছে, ডিজিটাল নিরাপত্তা আইনকে সরকারের সমালোচক ও ভিন্ন মতাবলম্বীদের মুখ বন্ধ ও দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বিতর্কিত এই আইন করার দুই বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার এক বিবৃতিতে অবিলম্বে আইনটি সংশোধন করে সংবিধান ও মানবাধিকার রক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
চলমান কোভিড-১৯ মহামারীর মধ্যে ভিন্ন মত দমনে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার বাড়ার তথ্য তুলে ধরে অ্যামনেস্টি বলেছে, বাংলাদেশ সরকারের সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী ২০১৮ সালের ৮ অক্টোবর এই আইন করার পর থেকে এর আওতায় প্রায় দুই হাজার মামলা দায়ের করা হয়েছে। ‘এর মধ্যে ৮০০ এর বেশি মামলা দায়ের হয়েছে ২০২০ সালের প্রথম নয় মাসে। দেশের সবচেয়ে খ্যাতনামা সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার ঘটনাও বাড়ছে।’
বাংলাদেশে সাংবাদিক নিপীড়নের ঘটনা তুলে ধরতে গিয়ে প্রথমেই আলোকচিত্রী শফিকুল ইসলাম কাজলের প্রসঙ্গ টেনেছে অ্যামনেস্টি।॥

পূর্ববর্তী নিবন্ধদুর্গাপূজায় ৩ দিন ছুটির দাবিতে পদযাত্রা
পরবর্তী নিবন্ধচেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার