কর্মক্ষেত্রে এনএইচএস কোভিড-১৯ অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যের হালভিত্তিক রিক্স পেট্রোলিয়াম। বিবিসি’র প্রতিবেদন বলছে, মোবাইল ফোনে ব্লুটুথ অন করতে কর্মীদেরকে নিষেধ করেছে রিক্স পেট্রোলিয়াম। করোনাভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তির নিকট সংস্পর্শে এলে সতর্ক করে এনএইচএস-এর কোভিড-১৯ অ্যাপ। অ্যাপে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে সমর্থন দিয়ে রিক্স পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক রোরি ক্লার্ক বলেছেন, প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ‘এটি অত্যন্ত ভোঁতা একটি অস্ত্র,’ যোগ করেন ক্লার্ক। আমার ভয়টা হচ্ছে, অসুস্থ না হলেও সম্ভবত অ্যাপটি মানুষকে বারবার স্বেচ্ছায় আইসোলেশনে যেতে বলবে। খবর বিডিনিউজের।
ক্লার্ক আরও বলেছেন, আমি মনে করি অ্যাপটি ব্যবহারের জায়গা রয়েছে, তবে সেটি কর্মক্ষেত্রে নয়। যেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি সেখানে। দুই সপ্তাহের বেশি সময় হলো যুক্তরাজ্য এবং ওয়েলস-এ কোভিড-১৯ অ্যাপটি উন্মুক্ত করেছে এনএইচএস। প্রথম সপ্তাহেই অ্যাপটি ডাউনলোড হয়েছে এক কোটি ৪০ লাখ বারের বেশি। ১৬ বছরের বেশি বয়সী সবাইকে অ্যাপটি ইনস্টল করতে বলেছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ। গত সপ্তাহে কর্মক্ষেত্রের জন্য ব্যবহৃত স্মার্টফোনে পুলিশ কর্মকর্তাদেরকে এনএইচএস কোভিড-১৯ অ্যাপ ইনস্টল করতে নিষেধ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিল (এনপিসিসি)। তবে, পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত ফোনে অ্যাপটি ব্যবহারের অনুমোদন দিয়েছে এনপিসিসি।