শূন্যের আকাশে নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে মিটমিটে তারা প্রদীপ
ছাদে দাঁড়িয়ে অ-দূরবীনে মৌন ব্রহ্মাণ্ড লিখছি
কে আছো?
কেন আমি?
কারো মতে আছেন, কারো মতে নেই
কেউ বলেন- এ নিয়ে মাথা ঘামাবার নেই প্রয়োজন
কারো মতে জীবন অনন্তকাল, কারো ধারণা ইহকাল- পরকাল
কেউ বলেন জীবন একটাই – যত পারো করো ভোগ ঘৃত পান
মহাফাঁপড়ে পড়লাম।
চার হাজারের বেশি ধর্ম- বিশ্বাস জগতে
পুস্তকগুলো কারো কারো হাতে এক একটা যুদ্ধাস্ত্র
ফের জন্মে জন্মে দুঃখালয় পৃথিবীতে এসে
স্বকীয় আত্মায় সরস প্রেম চুম্বন নেবো
নাকি তপোবলে জন্মমৃত্যু চক্র গৃহচূড়া ভগ্ন করে মুক্তিতে
নির্বাণ জ্যোতি পরমানন্দে হবো লীন অনস্তিত্বের পরমাত্মায়!
মহাফাঁপড়ে পড়লাম।
শুধু এলাম খেলাম গেলাম
কিছুই জানা হলো না
জীবনের অর্থ-তো বুঝলাম না
মায়াবাদ প্রপঞ্চে ভাসে অদ্বৈত বিশ্ব বাস্তব
মহাফাঁপড়ে পড়লাম।