ধর্ষণ-লাঞ্ছনার বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক

নগরের বিভিন্ন স্থানে সমাবেশ ও মানববন্ধন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২০ at ৮:১৯ পূর্বাহ্ণ

ধর্ষণ একটি ক্ষমার অযোগ্য ঘৃণিত অপরাধ। এ অপরাধের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। সমাজের সবাইকে এক হয়ে এ ধরনের হীন কাজের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সবাই সচেতন হলেই এ থেকে পরিত্রাণ পাওয়া যাবে। পাশাপাশি দোষীরা যাতে শাস্তি পায় সে দিকটাও নিশ্চিত করতে হবে। গতকাল চট্টগ্রাম নগরীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মানববন্ধন থেকে এ দাবি তোলা হয়।
ধর্ষণের বিরুদ্ধে চট্টগ্রাম : সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ রোধে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠন ৯ দফা দাবির ভিত্তিতে ‘ধর্ষণের বিরুদ্ধে চট্টগ্রাম’ প্ল্যাটফর্ম গঠন করে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। গতকাল বিকেল ৩ টায় নগরীর ওয়াসা মোড়ে গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিকেল সাড়ে চারটার দিকে ছাত্রলীগ নিজেদের ব্যানারে একটি মিছিল নিয়ে এসে অবস্থান কর্মসূচিতে যোগ দিতে চায়। এতে শিক্ষার্থীরা বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত শিক্ষার্থীদের হেনস্তা করে মাইক ভেঙে ফেলে। সাধারণ শিক্ষার্থীরা এরপর মিছিল নিয়ে চেরাগী পাহাড় অভিমুখে রওনা দেয়। মোড়ে মোড়ে পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল ডিসি হিল-বৌদ্ধ মন্দির মোড়ে এসে শেষ হয়। তবে চকবাজার থানার ওসি রুহুল আমিন বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি। সংগঠনটি মিছিল পরবর্তী সমাবেশ থেকে আজ নগরীর চেরাগী মোড়ে চট্টগ্রামের বিশিষ্টজন, পেশাজীবী, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীদের নিয়ে সংহতি সমাবেশের ডাক দেয়।
নিপীড়ন বিরোধী আইনজীবী মঞ্চ : সারাদেশে ‘অব্যাহত নারী ধর্ষণ, লাঞ্ছনা, বিচারহীনতার‘ প্রতিবাদে নিপীড়ন বিরোধী আইনজীবী মঞ্চ, চট্টগ্রামের উদ্যোগে গতকাল বেলা একটায় চট্টগ্রাম সিএমএম আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট ভুলন লাল ভৌমিকের সভাপতিত্বে ও অ্যাডভোকেট আমির আব্বাস তাপুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন দাশ, অ্যাডভোকেট শফি উদ্দিন কবির আবিদ, বিশুময় দেব, মানিক শাহাদত, সায়েরা ইয়াসমিন প্রমুখ। নেতৃবৃন্দ ধর্ষণ, নারী লাঞ্ছনার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন : বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা ও ডবলমুরিং থানা কমিটির উদ্যোগে দেশব্যাপী ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দ্রুত বিচার ট্রাইবুন্যালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গতকাল বিকাল ৪ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা কমিটির কার্যকরী সভাপত্বি লায়ন মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান সৌরভ, মোঃ আবুল কাশেম, নুরে আলমগীর চৌধুরী, অধ্যক্ষ জয়নাল আবেদীন, আব্দুল ওহাব, আবু সাহাদাত চৌধুরী শিপন প্রমুখ। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে এমন বর্বর ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তাই নারী ও শিশু নির্যাতন নিপীড়ন ও ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে।
চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থী : চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে নগরীর শাহ আমানত সেতু সংযোগ সড়কের শহীদ বদরুজ্জামান চত্বরে ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’ এ স্লোগানে মানববন্ধন করা হয়। এতে আছির হামিম ইশমাম, রাহাদুল ইসলাম, মিনহাজ উদ্দিন, ফয়সাল আরেফিন আবিদ, রাকিবুল হাসান সোহাগ, মিজবাহ চৌধুরী, ইয়াছিন আরফাত, ইনতেসার সালেহ, নাহিদুল আলম আবিদ, আহমেদ লাহিন, সাজিন শাহ প্রমুখ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা উপস্থিত ছিলেন।
সচেতন নাগরিকবৃন্দ : গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় সচেতন নাগরিকবৃন্দ’র উদ্যোগে হালিশহর, এ-ব্লক, বাস স্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইমতিয়াজ সবুজের সভাপতিত্বে ও খালিদ মিরাজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নুরুছফা ভূঁইয়া, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি এ্যানি সেন, ডেনি বিশ্বাস, দূর্বার দেব নাথ, মো. আইয়ুম, নাদিয়া নুর প্রাপ্তি, সাজ্জাতুর জামান অভি, নিশান রায়। সমাবেশে বক্তারা অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণের মামলায় অভিযুক্তদের ১ মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিনিয়ার মোশাররফ করোনা আক্রান্ত
পরবর্তী নিবন্ধমার্কিন কবি লুইস গ্লিক পেলেন সাহিত্যের নোবেল