ইঞ্জিনিয়ার মোশাররফ করোনা আক্রান্ত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২০ at ৮:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মীরসরাই আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল বিআইটিআইডি ল্যাবে তিনি নমুনা প্রদান করেন। রাতে তার করোনা পজেটিভ নিশ্চিত করা হয়।
করোনা পদেটিভ পাওয়ার পর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাঁর শারিরীক কোনো সমস্যা নেই এবং সবকিছু স্বাভাবিক রয়েছে বলে চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে ব্যক্তিগত সহকারী নুর খান জানিয়েছেন। তিনি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএক মামলার নথিতে অন্য মামলার তদন্ত প্রতিবেদন
পরবর্তী নিবন্ধধর্ষণ-লাঞ্ছনার বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক