চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ’র সাথে ওয়াসা কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন প্রয়াসের একটি প্রতিনিধি দল। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সহ সভাপতি কিবরিয়া হোসাইন বাপ্পী, আলমগীর মো. ফারুক, সুভাষ সরকার, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনি, সহ সাধারণ সম্পাদক শাহজাহান, মো. ইসমাইল, সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ সুমন, অর্থ সম্পাদক ওমর ফারুক আসিফ, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাব উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক হিমেল মন্ডল এবং সহ সমাজ কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার নোমান। সভা শেষে প্রকৌশলী একেএম ফজলুল্লাহকে পুনরায় তিন বছরের জন্য নিজ পদে বহাল রাখায় প্রয়াস পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং এমডির ছবি সম্বলিত ডিজিটাল ব্যানার উপহার দেওয়া হয়। এসময় প্রকৌশলী একেএম ফজলুল্লাহ যে কোন মহৎ কাজে প্রয়াসের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।