ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মেয়েদের জয়রথ ছুটছেই। গত আড়াই বছরে এই সংস্করণে দলটি হারেনি কোনো ম্যাচ! এই সময়ে তারা জিতেছে টানা ২১ ম্যাচ। নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে বুধবার তিন ম্যাচ সিরিজের শেষটি জিতে এই কীর্তি গড়ে অস্ট্রেলিয়া। ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে সফরকারীদের ২৩২ রানের বিশাল ব্যবধানে হারায় তারা। মেয়েদের ক্রিকেটে টানা এতো ওয়ানডে জেতেনি কোনো দল। এর আগে ১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত টানা ১৭ ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়ার মেয়েরাই। পরের রেকর্ডটিও তাদের, টানা ১৬ ম্যাচ। অস্ট্রেলিয়ান মেয়েদের এবারের জয়যাত্রার শুরু ২০১৮ সালের মার্চে, ভারতকে হারিয়ে।
এরপর থেকে অপরাজেয় এক দল হয়ে উঠেছে তারা। এই পথচলায় ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলংকাকে একবার করে সিরিজে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়ার মেয়েরা, নিউজিল্যান্ডকে দুবার।