ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদরাসায় ইমাম শাহ্ আহমদ রেজা খাঁন ফাযেলে বেরেলভীর (রহ.) বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে গত মঙ্গলবার বাদ আছর আলা হযরত কনফারেন্স অনুষ্ঠিত হয়। আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন আল্লামা আলাউদ্দীন জিহাদি।
বক্তব্য রাখেন আবদুল অদুদ আল-কাদেরী, শফিউল আলম নেজামী, জহিরুল ইসলাম ফরিদী, সৈয়দ মো. হাসান আজহারী, আব্দুল মোস্তফা আজহারী, মাওলানা আব্দুন নবী, মাওলানা মো. মহিউদ্দীন প্রমূখ।
মাওলানা মো. শফিউল আযমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা মো. কামাল উদ্দীন, মাওলানা আবু ছালেহ মো. হানিফ, মাওলানা মুফতি আব্দুল মোস্তফা রেজবী, মাওলানা মো. শফিউল আলম আজীজী, মাওলানা মো. ইয়াছিন মাদানী, মুফতি আব্দচ ছমদ ও মাওলানা সৈয়দ মো. নজরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।