চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিমের সঙ্গে সনাতন সম্প্রদায়ের মতবিনিময় নগরীর চকবাজার দাশ পাড়ায় অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। এখানে প্রত্যেকে নির্বিঘ্নে, নির্বিবাদে নিজ নিজ ধর্ম প্রতিপালন করবে এটাই আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের চাওয়া। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশে ধর্মের নামে কোনো প্রকার জঙ্গীপনা, অরাজকতাকে প্রশ্রয় দেন না। এখানে ধর্ম যার যার, দেশটা সবার। সারাবিশ্বকে তাক লাগিয়ে দিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশকে উন্নয়ন ও অগ্রগতির ধারায় যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা সকল শ্রেণি, পেশা ও সম্প্রদায়ের উচিৎ তাকে সমর্থন দিয়ে পাশে থাকা। দেশের সনাতন ধর্মাবলম্বীরা যাতে আসন্ন দুর্গা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে তার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়ে রাখা হয়েছে। আমরা যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে রয়েছি, যে কোন সমস্যায় ও সুখে-দুখে আপনাদের পাশে আছি এবং থাকব।
মাস্টার সুকুমার দাশের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন লিটন দাশ, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামশুল আলম, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম, হুমায়ুন কবিরসহ এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
চসিক চালক ঐক্য পরিষদের মতবিনিময় : চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে তার বহদ্দারহাটস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বিকালে চসিক চালক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কেবিএম শাহাজাহান, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল আলম, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আকবর আলী আকাশ। বক্তব্য রাখেন চালক ঐক্য পরিষদের সভাপতি মো. সালাউদ্দিন, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আজিম হোসেন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, মো. হানিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।