এলাকাবাসীর বাঁধভাঙা চোখের জলে বাবার কবরের পাশে সমাহিত হলেন ওমানে ভাগিনার হাতে খুন হওয়া মো. জানে আলম (৪০) ও মো. হাবিব (৩৮)। গতকাল দুপুর ১২টার দিকে বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডীর মনুপাড়ায় দুই সহোদরের মরদেহ এসে পৌঁছায়। স্থানীয়রা জানান, দুপুর ২টা ১০ মিনিটে নিজ বাড়িতে প্রথম জানাজা এবং ২টা ৩০ মিনিটে মঙ্গলচাঁদ জামে মসজিদে ২য় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দুই সহোদরকে দাফন করা হয়। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে ওমানের ইবরি প্রদেশে নিজেদের ওয়ার্কশপে ঘুমন্ত অবস্থায় ভাগিনা মো. জাবেদের হাতে খুন হন দুই সহোদর। এ ঘটনায় অভিযুক্ত ভাগিনা মো. জাবেদকে আটক করেছে রয়েল ওমান পুলিশ। সে শাকপুরার ১নং ওয়ার্ডের উত্তর পাড়ার জহির আহমদের ছেলে।