সুপারহিট গায়িকা নেকা কাক্কর বিয়ে করতে চলেছেন। বলিউডের বাতাসে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। চলতি মাসেই নাকি গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাধতে চলেছেন নেহা। করোনা আবহের মধ্যে একেবারে সাধাসিধেভাবে দিল্লিতে বসবে নেহা-রোহনের বিয়ের অনুষ্ঠান। তবে নেহা বা রোহনপ্রীত এ বিষয়ে এখনো মুখ খোলেননি।
বলিউড সূত্রে খবর, নিজেদের গান ‘ডায়মন্ড কা ছল্লা’র প্রমোশন শুরু করেছেন নেহা এবং রোহনপ্রীত। সেই কারণেই তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। তবে এ খবর কি সত্যি নাকি শুধুই গুঞ্জন, তা বোঝা যাবে নেহা বা রোহনপ্রীত মুখ খুললেই। সেই অপেক্ষায় রয়েছেন নেহার ভক্তরা।
এদিকে, গায়িকার বিয়ের গুঞ্জনে প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক প্রেমিক মডেল হিমাংশ কোহলি। বলেছেন, নেহা যদি সত্যিই বিয়ে করে তাহলে তিনি খুশি। নেহা তো তার জীবনে কাউকে পেল। এর আগে ‘গোয়াওয়ালে বিচ মে’র প্রমোশনের সময় গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে নেহার বিয়ের গুঞ্জন ছড়ায়। এছাড়া গানের একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চেও আদিত্য-নেহার বিয়ের গুঞ্জন ছড়ায়। শেষ পর্যন্ত নেহা এবং আদিত্য দুজনেই জানান, তারা ভালো বন্ধু ছাড়া অন্য কিছু নন।