বজ্রপাত নিয়ন্ত্রণে তালগাছের উপকারিতার কথা বর্তমান সময়ে বেশ প্রচার করা হলেও গ্রামগঞ্জে তেমন তাল গাছ দেখা যায় না। অথচ বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর গ্রাম বাংলার ঐতিহ্য তাল গাছের উপর মুগ্ধ হয়ে লিখেছেন, ‘তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে….কবিতাটি। কালের আবর্তনে অপরিকল্পিত বৃক্ষ নিধনের ফলে অনেকটাই হারিয়ে যাচ্ছে সেই তালগাছ।
বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা নিজাম উদ্দীন তালগাছ রোপণে এগিয়ে আসলেন। গত শুক্রবার বাঁশখালী-আনোয়ারা প্রধান সড়কের দুই পার্শ্বে তাল বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করে আনোয়ারা-বাঁশখালী সড়কে তিন হাজার তাল বীজ রোপন করেছেন। এর আগেও তার নেতৃত্বে বাঁশখালী উপজেলার বিভিন্ন সড়কে তাল বীজ রোপণ করেছিলেন।