নথি জমার ২৪ ঘন্টার মধ্যেই এলএ চেক

ভূমি অধিগ্রহণ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২০ at ১১:০৩ পূর্বাহ্ণ

গৃহিনী সালমা মাসুদ। শ্বশুর বাড়ি মীরসরাই হলেও পরিবার নিয়ে থাকেন ঢাকা। স্বামী মারা গেছেন। মীরসরাই অর্থনৈতিক জোন প্রকল্পে অধিগ্রহণকৃত এলাকায় তাঁর স্বামীর সম্পদও রয়েছে। ৪ ধারা নোটিশ পাওয়ার পর ঢাকা থেকে অনলাইনে ক্ষতিপূরণ পাওয়ার আবেদন করেন। আবেদনের দুই সপ্তাহ পরে রোববার সরাসরি আসেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায়। রোববারই প্রয়োজনীয় সব নথি জমা দেন তিনি। আর ২৪ ঘন্টার মধ্যেই সোমবার বিকেলে এলএ চেক হাতে পান তিনি। গতকাল (সোমবার) মীরসরাই উপজেলা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিপূরণের ২০ লাখ ৮৫ হাজার ৯৫৯ টাকার চেকটি হাতে পেয়ে উল্লসিত হয়ে বলেন, ‘আমার স্বামী মারা গেছেন। আমার সন্তানদের নিয়ে ঢাকায় থাকি। মীরসরাই অর্থনৈতিক জোন এলাকার অধিগ্রহণকৃত জায়গার মধ্যে আমার স্বামীর নামে তাঁর পৈতৃক ৭৪ শতক জমি ছিল। তন্মধ্যে আমার অর্ধেক ৩৭ শতক জমির ক্ষতিপূরণের জন্য অনলাইনে আবেদন করেছিলাম। রোববার চট্টগ্রাম এলএ শাখায় এসে প্রয়োজনীয় সব নথি জমা দেই। আজকে (সোমবার) চেকটি হাতে পেয়েছি।’ তিনি বলেন, ‘আসলে ভূমি অধিগ্রহনের চেক নিয়ে অনেক হয়রানির অভিযোগ শোনা যায়। আমিও এটা নিয়ে টেনশনে ছিলাম। সচেতন লোকজনের উচিত আমার মতো সরাসরি ভূমি অধিগ্রহণ শাখায় যোগাযোগ করে কোন প্রকার মধ্যস্বত্বভোগী ছাড়াই ক্ষতিপূরণের চেক নেওয়া। মানুষ সচেতন হলে দালালের দৌরাত্ম্য এমনিতেই কমে যাবে।’ এদিকে মীরসরাই অর্থনৈতিক জোন প্রকল্পের আওতায় (এল.এ মামলা নং-১৩/২০১৭-১৮) অধিগ্রহনকৃত ক্ষতিগ্রস্থ ভূমির মালিকদের মধ্যে ৫২ জন ভূমি মালিকের মাঝে সোমবার ক্ষতিপূরণের (এলএ) চেক বিতরণ করা হয়েছে। মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ৫২জন ভূমি মালিকের হাতে ৬ কোটি ২২ লাখ ৯ হাজার টাকার চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মোঃ আবু হাসান সিদ্দিক। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা কায়সার খসরু ও মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা।

পূর্ববর্তী নিবন্ধহেঁটে বাংলাদেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার
পরবর্তী নিবন্ধনির্মাণশিল্পের বিভিন্ন বিষয় নিয়ে গোল্ডেন ইস্পাতের মতবিনিময়