কাজেম আলী কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

| মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২০ at ১০:৫৮ পূর্বাহ্ণ

কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রায় ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে শিক্ষক আইনুন নাহার, মো. বোরহান উদ্দীন চৌধুরী ও মো. মোতালেব বিল্লাহ’র পরিচালনায় উক্ত অনুষ্ঠানে কলেজ কো-অর্ডিনেটর আকতার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন। প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাব উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপাড়ায় মানোন্নয়ন ও মেধা বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। মেধার স্বাক্ষর রাখতে পারলে বেতন মওকুফ করার বিষয়ে বিবেচনা করা হবে মর্মে প্রতিশ্রুতি দেন। তিনি কলেজ ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ক্যাম্পাসের পরিচিতিসহ অনলাইনে ক্লাসের উপরে গুরুত্বারোপ করেন। করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে অফুরন্ত সময় কাজে লাগিয়ে যোগ্যতা অর্জনের জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুলশীতে কমিউনিটি পুলিশিং বৈঠক
পরবর্তী নিবন্ধখেলনা পিস্তল ও ছুরিসহ যুবক আটক