চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের আয়োজনে ও চট্টগ্রাম মার্শাল আর্টস্ একাডেমির ব্যবস্থাপনায় দিনব্যাপী মোহাম্মদ মিয়া স্মৃতি ৮ম উম্মুক্ত কারাতে কাতা প্রতিযোগিতা গত ২ অক্টোবর শুক্রবার সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক উল হক। কাজির দেউড়ি বিমান অফিস লেন শাহী কমার্শিয়াল কলেজ ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের প্রধান কোচ ও সাধারণ সম্পাদক সেনসি কাউসার আহমেদের সার্বিক দিকনির্দেশনায় ও চিকেএ কোচ সেনসি মহিন উদ্দীন মহিমের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা বন্দর এস. এম. মোস্তাইন হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহী কমার্শিয়াল কলেজের পরিচালক মোহাং জিয়াউদ্দীন, মোহাম্মদ শোয়েব, আব্দুল আজিজ, মীনহাজ খান, রাফাত শাহরিয়ার, মোহাম্মদ মীনহাজ, মোহাম্মদ আনোয়ার ও মোবারক হাসান। প্রেস বিজ্ঞপ্তি।