দায়িত্ব পালনে অবহেলা করায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের এক সুপারভাইজারের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। তার নাম হাসান ফারুক। তিনি ২১ নং জামালখান ওয়ার্ডের সুপারভাইজার। গতকাল প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান ছিদ্দিকী তাকে কারণ দর্শানো নোটিশ দেন। এতে অভিযুক্ত সুপারভাইজারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তা পাঁচদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নোটিশে বলা হয়, জামালখাল ওয়ার্ডের হেমসেন লেনে দীর্ঘদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার না করার কারণে ময়লা-আর্বজনা যত্রতত্রভাবে পড়ে রয়েছে এবং হেমসেন লেনে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রম একেবারেই বন্ধ রয়েছে। এতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত করছে এবং সিটি কর্পোরেশনের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হচ্ছে। এ বিষয়ে প্রশাসক তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সুপারভাইজারের অদক্ষতা, অবহেলা ও দায়িত্বপালনে চরম ব্যর্থতার জন্য এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।