চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম মৃত্যুবরণ করেছেন। গতকাল সোমবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁর ছেলে মাশরুর উল করিম বলেন, আটদিন আগে হার্ট অ্যাটাক হলে মনসুর উল করিমকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার বাদ এশা রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে নতুনবাজার সংলগ্ন পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। উল্লেখ্য, ১৯৫০ সালে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করা মনসুর উল করিম ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরে ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চাকরিজীবন শুরু করে দীর্ঘ ৪০ বছর অধ্যাপনা করেন। বাংলাদেশের চিত্রশিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে সরকার ২০০৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করে। এছাড়া ১৯৯৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন তিনি।