বিশ্ব শিক্ষক দিবস আজ। ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি। এ বছরের মূল প্রতিপাদ্য বিষয় হল ‘সংকটে নেতৃত্বদাতা, ভবিষ্যতে রূপদর্শী শিক্ষক’। বিশ্বের সব শিক্ষকের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেসকোর ডাকে এ দিবসটি পালন হয়ে থাকে। আজ সারাদেশের স্কুল ও কলেজে দিবসটি পালন করা হবে।
বাকশিস, চট্টগ্রামের কর্মসূচি: বৈশ্বিক মহামারী করোনার কারণে এ বছর বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ মূল দাবিসহ ইউনেস্কো ঘোষিত প্রতিপাদ্য নিয়ে সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত কর্মসূচি গ্রহণ করেছে। বাকশিস চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ সকাল ১০টায় চট্টগ্রাম মহিলা কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও কলেজ সম্মুখে র্যালির আয়োজন করা হয়। বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী স্বাস্থ্যবিধি মেনে শিক্ষকদের কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।