নগরীর পতেঙ্গায় জুয়ার আসর গুড়িয়ে দিল থানা পুলিশ। সম্প্রতি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মাদক ও জুয়ার দুইটি ঘর উচ্ছেদ করা হয়।
বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পতেঙ্গার নাজিরপাড়া ও খেজুর তলায় অভিযান চালানো হয়। এসময় ২টি জুয়ার ঘর মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই জুয়ার আসরে সমাজের তরুণরা রাত-দিন ধরে নগদ টাকা দিয়ে জুয়া খেলা চালিয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছিল। অভিযানকালে উপস্থিত ১০/১২ জন জুয়াড়ি অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে জিনিসপত্র ফেলে পালিয়ে যায়। তিনি আরো বলেন, পতেঙ্গাজুড়ে মাদকমুক্ত, জুয়া, কিশোর গ্যাংমুক্ত পরিবেশ তৈরী, পরিচ্ছন্ন অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে। যুব সংগঠক ও রাজনীতিবিদ মো. ওয়াহিদ হাসান এই উদ্যেগকে স্বাগত জানিয়ে বলেন, অপরাধ নির্মুল এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এই কর্মকাণ্ড অবশ্যই প্রশংসনীয়।