প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ওয়েবিনার

| সোমবার , ৫ অক্টোবর, ২০২০ at ১১:১৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে সম্প্রতি ‘ওয়ান আওয়ার ফর ওয়ার্কার : এ ডায়ালগ’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ওয়েবিনারে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক এবং বান্দরবান জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ মাহাবুবুর রহমান। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী।
ওয়েবিনারে বিভাগের ৩৯ তম ব্যাচের ছাত্র-ছাত্রীরা প্লাস্টিক শিল্প, চামড়া শিল্প, জাহাজভাঙা শিল্প, ভবন ধ্বংস, গার্মেন্টস শিল্পে করোনা প্রভৃতি বিষয়গুলোকে কেন্দ্র করে শ্রমিকদের স্বাস্থ্যবিধি, কর্মে নিরাপত্তা বিষয়ে তাঁদের গবেষণালব্ধ ফলাফল তুলে ধরেন।
বিভাগের সহকারী অধ্যাপক হিল্লোল সাহার সঞ্চালনায় ওয়েবিনারে অংশ নেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রক্টর আহমদ রাজিব চৌধুরী, বিভাগের সহকারী অধ্যাপক মেহের নিগার, হুমায়রা নওশীন উর্মি, সনজয় বিশ্বাস, ফরিদ উদ্দীন নোমান, ইয়াসমিন ফারজানা, মাহাবুবা সুলতানা এবং প্রভাষক মেহেরুন্নেছা বেগম, তাহমিনা সানজিদা সহিদ, জাবেদ আরাফাত, সুরিনা তারজিদ। এছাড়াও শ্রমিক প্রতিনিধি হিসেবে ইমাম হাসান বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপথশিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু