নগরীর ফিরিঙ্গীবাজারে একটি ফ্ল্যাটের জানালার গ্রিল ভেঙে ৩০ ভরি স্বর্ণালঙ্কার, দামি আইফোন, নগদ অর্থসহ মূল্যবান কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে।
গত শুক্রবার দিবাগত রাত ১০টার পর যেকোনো সময় কোতোয়ালী থানাধীন এলাকাটির অ্যাডভোকেট সালেহ আহম্মদের বাসার ২য় তলায় এই চুরির ঘটনা ঘটেছে। গতকাল এই ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। হুমায়ন মোরশেদ সিদ্দিকী নামে বাসার মালিক অভিযোগ করেছেন, গত শুক্রবার শ্বশুর বাড়ির পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী-সন্তানদের নিয়ে ফিরিঙ্গী বাজারের বাসা থেকে আসকার দীঘির পাড়ে বেড়াতে যান তারা। পরের দিন সকালে বাসায় এসে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন লোহার লকারের মধ্যে থাকা আনুমানিক ৩০ ভরি বিভিন্ন স্বর্ণালঙ্কার, নগদ ৭০ হাজার টাকা, পাসপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নেই। এছাড়া বাসার আলমারির মধ্যে থাকা এক লাখ টাকার মূল্যের একটি আইফোনও চুরি হয় বলে জানান তিনি। এ সময় চোরেরা বাসার সিসিটিভি ক্যামেরার ডিভিআর হার্ডডিঙ চুরি করে নিয়ে যায় বলে জানান হুমায়ন।