প্রায় সাতমাস পর বাংলাদেশ দলের ক্রিকেটাররা ম্যাচ খেরতে নামলেও নিজেদের মধ্যকার প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি তামিম ইকবাল। তবে আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। দ্বিতীয় ম্যাচে রায়ান কুক একাদশের হয়ে খেলবেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল এই ব্যাটসম্যান।
শ্রীলংকা সিরিজ স্থগিত হওয়ার পরই প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান গিবসনের নামে দুই দলে বিভিক্ত হয়ে প্রস্তুতি ম্যাচ দুটি খেলছেন ক্রিকেটাররা।
প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করেছেন রায়ান কুক একাদশের অধিনায়ক মোমিনুল হক। বল হাতে আলো ছড়িয়েছেন গিবসন একাদশের ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান। তার আগে কুক একাদশের পেসার তাসকিন আহমেদও বল হাতে ভাল করেছেন। এছাড়া সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার রান পেয়েছিলেন। তবে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে এক মোমিনুল হক ছাড়া বাকিদের কেউই সুবিধা করতে পারেননি।
মুশফিকুর রহিম আউট হয়েছেন মাত্র ৩ রান করে। মাহমুদউল্লাহ ফিরেছেন ত্রিশ পেরুতেই। দ্বিতীয় ম্যাচে নিশ্চয় নজর থাকবে তাদের ওপর।
এদিকে দ্বিতীয় ম্যাচে ফেরা তামিম ইকবালের দিকেও নিশ্চয় বাড়তি নজর থাকবে। অনেকদিন প্রত্যাশিত পারফর্ম করতে না পারা তামিমের সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজটা কেটেছে স্বপ্নের মতো।
সবাই যখন রানে ফিরেছিলেন তখনই করোনার কারণে খেলা বন্ধ হয়ে গেল। তামিম ফর্ম ধরে রাখতে পেরেছেন কতোটা সেটা জানা আগ্রহ থাকবে সবার।