ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশকে তিন-চারে দেখতে চান ডমিঙ্গো

| সোমবার , ৫ অক্টোবর, ২০২০ at ১০:৫৫ পূর্বাহ্ণ

ওয়ানডে ক্রিকেটের বাংলাদেশকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ দলের প্রধান কোচের বিশ্বাস, ৫০ ওভারের সংস্করণে বিশ্বের সেরা
তিন-চার দলের একটি হওয়ার সামর্থ্য খুব ভালোভাবেই আছে এই দলের। গত বছরের আগস্টে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর ডমিঙ্গো বলেছিলেন, নিজের দুই বছরের মেয়াদে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দলকে শীর্ষ চারে দেখতে চান তিনি। মেয়াদের ১৩ মাস পেরিয়ে গেছে। বাংলাদেশ এখনও র‌্যাঙ্কিংয়ের সাতে। তবে কোচ ডমিঙ্গো সুযোগও পেয়েছেন সামান্য। কোভিড পরিস্থিতি কারণে এই ১৩ মাসের অর্ধেকই কেটে গেছে মাঠের বাইরে। ডমিঙ্গো বলেন, আমি বিশ্বাস করি, আমরা খুব ভালো ওয়ানডে দল।
ওয়ানডের উপযোগী ক্রিকেটার অনেক আছে দলে। ওয়ানডেতে আমরা সেরা তিন-চারে যেতে পারি।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ী মুক্তকন্ঠ গ্রীণের সভা
পরবর্তী নিবন্ধইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত মুশফিক