কুমিরাস্থ এ এস ই/সিগন্যাল/ সি আর বি দক্ষিণ কলোনী রেলওয়ে ভূমিতে সৃজনকৃত অনেক মূল্যবান পুরনো শতবছরের রেইনট্রি, শিলকড়িসহ নানা ধরনের গাছ কেটে নিয়ে যাচ্ছে এলাকার প্রভাবশালীরা। এ নিয়ে এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রভাশালীদের বিরুদ্ধে রেলওয়ে থানায় অভিযোগ দায়ের করা হলেও আজ পর্যন্ত কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাদের ক্ষমতার দাপটে পুরো এলাকা ও প্রশাসন অসহায়। মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ অথচ অনেক জায়গায় সরকারি শত বছরের পুরনো গাছগুলো দুর্বৃত্তরা কেটে নিয়ে যাচ্ছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। তাই এলাকার পরিবেশ রক্ষার স্বার্থে এ এস ই/ সিগন্যাল/ সিআরবি এলাকায় অবৈধভাবে পুরনো গাছ কাটা বন্ধ, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য নতুন করে আরো বেশি বেশি গাছ লাগানোর জন্য এবং যারা গাছ কেটে পরিবেশের বিপর্যয় ও জীব বৈচিত্র্যের হুমকির মুখে ফেলছে তাদের বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো আবেদন জানাচ্ছি।
এলাকাবাসীর পক্ষে রাণী বালা শীল,
কুমিরা, চট্টগ্রাম।