আধিপত্য বিস্তার : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২

উখিয়া প্রতিনিধি | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ২:০২ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দু’দলের গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। গোলাগুলিতে আরও ১২-১৪ জন আহত হয়েছেন বলে জানা যায়।

আহতদের ক্যাম্পের ভেতরেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ রঞ্জুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। হতাহতরা সবাই রোহিঙ্গা বলে জানান তিনি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণেরও ব্যবস্হা নেয়া হচ্ছে।

রোববার ভোর সাড়ে ৪ টার দিকে কুতুপালং ক্যাম্প-২/ ওয়েস্ট এ-র ডি-২ ব্লকে পুরাতন নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের সন্ত্রাসী মুন্না বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা অর্তকিত ডি-২ ব্লকে ঘুমন্ত রোহিঙ্গাদের ওপর হামলা চালায়। এতে ২-ওয়েস্ট ক্যাম্পের ২ডি/এ ব্লগের সৈয়দ আলমের ছেলে ইমাম শরীর (৩২) করে গুলি করে ও জবাই করে হত্যা করে।

একইসাথে সশস্ত্র সন্ত্রাসীরা ১০/১২ ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে অন্তত ১২/১৪ জন্য গুরুতর আহত হয়েছে বলে উক্ত ব্লগের মাঝি সামছুল আলম ও আবদুর রহমান জানান। গত বৃহস্পতিবার রাতেও উক্ত ক্যাম্পে সংঘঠিত গোলাগুলির ঘটনায় একটা মহিলা নিহত হয়।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় দিনের রিমান্ডে সাবেক ওসি প্রদীপের দেহরক্ষী রুবেল
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে বিজিবির উদ্যোগে গরীবদের মাঝে অনুদান প্রদান