ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দুর্গাপূজা পালিত হবে

পূজা পরিষদের সাথে মতবিনিময়ে সুজন

| রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১১:৪৬ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, এদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টকারী অশুভ শক্তিকে কঠোর হস্তে দমন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অসম্প্রদায়িক সম্প্রতির বাংলাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শারদীয় দুর্গাপূজা পালিত হবে।
তিনি গতকাল শনিবার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নগরীর আন্দরকিল্লাস্থ চসিক মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর পূজা পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার। পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকাশ দাশ অসিত। গীতাপাঠ করেন কর্ণফুলী থানা পূজা পরিষদের সভাপতি প্রকৌশলী রামচন্দ্র দাশ।
সভায় বক্তব্য রাখেন সাধন ধর, লায়ন আশীষ ভট্টাচার্য্য, রানা বিশ্বাস, লায়ন দিলীপ ঘোষ, লায়ন দুলাল চন্দ্র দে, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সুমন দেবনাথ, সুজিত দাশ, অ্যাডভোকেট নটু চৌধুরী, বাবুল ঘোষ বাবুন, অরূপ রতন চক্রবর্তী, প্রদীপ শীল, নিখিল ঘোষ, কোষাধ্যক্ষ এডভোকেট নিখিল নাথ, বিপ্লব সেন, সজল দত্ত, দোলন দেব, সুকান্ত মহাজন টুটুল, দীপংকর দেবনাথ, চন্দন পালিত, স্ট্যালিন দে, প্রিয়তোষ ঘোষ রতন, বিশ্বজিৎ রায়, রাজীব চৌধুরী মিল্টন, সঞ্জয়িতা দত্ত পিংকি, নারায়ন সিংহ, অঞ্জন দত্ত, তমাল শর্মা, সুব্রত শীল রাজু, অপরেশ দাশ, রাজন দাশ, সাজু চৌধুরী, অসিক দত্ত, রাধা রানী দেবী, পম্পী দাশ, দীপ্ত সিংহ, অসিত বরন বিশ্বাস, সমীর মহাজন লিটন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় আহত নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে পাগলা কুকুরের কামড়ে আহত ৭