ফাতেমা বেগম

| রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১১:১৬ পূর্বাহ্ণ

দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি খনন্দার মো. নুরুল ইসলামের মাতা ফাতেমা বেগম (৭৫) গত ১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় নোয়াখালী সেনবাগের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
ওইদিন বিকাল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দীন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা গোলাম আকবর খন্দকার, সাবেক সংসদ বেগম রোজী কবির, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ.এম নাজিম উদ্দীন, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা বজেন্দ্র লাল দেব নাথ
পরবর্তী নিবন্ধমিলাররা লাখ লাখ টন ধান মজুদ করে রেখেছেন : খাদ্যমন্ত্রী