তারা কর্ম করে বাঁচতে চান। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান চালু করার দাবি জানাতে গিয়ে এ কথা জানালেন চট্টগ্রাম প্রফেশনাল স্টেজ পারফর্মার অ্যান্ড সাউন্ড লাইটিং ফোরাম। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থা, চট্টগ্রাম সাউন্ড সিস্টেম ব্যবসায়ী কল্যাণ সংস্থা, চট্টগ্রাম মহানগর আলোকসজ্জা ও সাজসজ্জা ব্যবসায়ী সমিতি এবং চট্টগ্রাম মঞ্চ নৃত্যশিল্পী কল্যাণ সংস্থার সমন্বয়ে গঠিত ফোরামের সভাপতি আলাউদ্দিন তাহের লিখিত বক্তব্যে বলেন, মহামারী করোনার কারণে গত মার্চ থেকে আজ পর্যন্ত সকল ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। ফোরামের প্রায় ১০ হাজার সদস্য কর্মহারা হয়ে অসহায়, অনিশ্চয়তা, আতঙ্ক, উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছেন। তাদের কারণে তাদের পরিবারের সদস্যরাও অনিশ্চয়তায় দিন কাটাতে বাধ্য হচ্ছে। অনুষ্ঠান বন্ধ থাকার কারণে কোটি কোটি টাকার সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা ও লাইটিং সরঞ্জাম দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে। সাউন্ড সিস্টেম ও লাইটিং ব্যবসায়ীরা অনেকেই ব্যাংক লোনের মাধ্যমে এ ব্যবসায় বিনিয়োগ করেছেন। আয় না থাকায় তারা লোন পরিশোধ করতে পারছেন না। পাশাপাশি এসব মালামাল রাখার জন্য যেসব গুদাম মাসিক ভাড়া হিসেবে নেওয়া হয়েছে, তার ভাড়া পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে। তিনি জানান, চট্টগ্রাম প্রফেশনাল স্টেজ পারফর্মার অ্যান্ড সাউন্ড লাইটিং ফোরামের আওতাধীন সংগঠনগুলো সবসময় সরকারি-বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে।
ফোরামের সাধারণ সম্পাদক কাজী রবিউল হোসেন বলেন, করোনার শুরু থেকেই সংগঠনের পক্ষ থেকে কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, নৃত্যশিল্পী, সাউন্ড ব্যালেন্সার, সাউন্ড ক্রুসহ সংশ্লিষ্টদের মাঝে খাদ্যদ্রব্য ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান বন্ধ থাকায় এই সহায়তা কার্যক্রমও চালানো যাচ্ছে না। পারিবারিক খরচ ও কর্মচারীদের বেতন পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা সরকারের সুদৃষ্টি প্রত্যাশা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহসভাপতি ফণী ভূষণ দেব ও সুশান্ত দত্ত, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপু, টিসু পালিত, সাংগঠনিক সম্পাদক সাদাত আনোয়ার, অর্থ সম্পাদক রায়হান কাদীর চৌধুরী, সুজিত চৌধুরী, হাজী জাহিদ উদ্দীন, অজয় চক্রবর্ত্তী, রেজাউল করিম রেজা, রুমেন চৌধুরী, অ্যাডভোকেট মো. কাইছার উদ্দীন ও বাহার মজুমদার।