প্রায় সাত মাস ধরে খেলায় নেই ক্রিকেটাররা। বলতে গেলে প্রায় ২০০ দিন পর ম্যাচ খেলতে নামল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এই ম্যাচের আগে কিছুদিন অবশ্য অনুশীলন করেছে। তবে সেটাও একক অনুশীলন। দলগত অনুশীলন হয়েছে মাত্র কয়দিন। দীর্ঘ দিন পর মাঠে নেমে ব্যাটিং জড়তাটা চোখে পড়ল ক্রিকেটারদের। বড় স্কোর গড়তে পারলো না ওটিস গিবসন একাদশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে গড়া দলটি অলআউট হলো ২৩০ রানেই। গতকাল শুক্রবার দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষ বিকেলে প্রথম ইনিংস শেষ হয়েছে ওটিস গিবসন একাদশের। জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের দুই দলে ভাগ করে তিনটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার প্রথমটি শুরু হয়েছে গতকাল। চলবে আজ পর্যন্ত। গতকাল লাঞ্চের ঠিক আগের সেশনের মত শেষ সেশনেও একবার বৃষ্টি বাগড়া দিয়েছিল। আবার ম্যাচ শুরু হলেও নাজমুল হোসেন শান্তর দল আর দিন শেষ করতে পারেনি। ৬৩.৪ ওভারে ২৩০ রানের থেমেছে তাদের ইনিংস। লাঞ্চের আগে ৬৪ রান করেছিলেন ওপেনার সাইফ হাসান। শেষ পর্যন্ত তার ইনিংসটিই সর্বোচ্চ। এরপর ৫১ রান এসেছে মিডল অর্ডারে খেলতে নামা সৌম্য সরকারের ব্যাট থেকে। সৌম্য ৭৪ বলে ঐ ইনিংসটি সাজান। এছাড়া অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের সংগ্রহ ৭৪ বলে ৩৪ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছে ৪২ রান। ১৯ বলে ১৩ রান করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। রায়ান কুক একাদশের সবচেয়ে সফল বোলার হলেন পেসার তাসকিন আহমেদ। তবে তার সঙ্গে ৩ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলামও। তাসকিন আহমেদ ১৭ ওভারে ৪৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আর বাঁহাতি স্পিনার তাইজুল ৩ উইকেট নিয়েছেন ৭০ রান খরচায় । মিঠুন ৫ রানে নিয়েছেন ২ উইকেট।