চট্টগ্রাম–দোহাজারী রেললাইনের চন্দনাইশের কাঞ্চননগর স্টেশন এলাকায় লাইনচ্যুত ফার্নেস অয়েলবাহী ওয়াগন ২টি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় উদ্ধার অভিযান শেষ হয়। ফলে প্রায় ১৮ ঘণ্টা পর এ লাইনে রেল চলাচল শুরু হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাঞ্চননগর স্টেশন এলাকায় ওয়াগন ২টি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে গেলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দোহাজারী রেল স্টেশন মাস্টার মো. ইকবাল হোসেন চৌধুরী জানান, ওয়াগন লাইনচ্যুত হওয়ার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর ওইদিন রাত ২টা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। টানা প্রায় ১৮ ঘণ্টা চেষ্টার পর গতকাল শুক্রবার সকাল ১১টায় উদ্ধার অভিযান শেষ হয়। এরপর থেকে চট্টগ্রাম–দোহাজারী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনি জানান, গতকাল শুক্রবার রাত ৮টায় যথানিয়মে চট্টগ্রাম থেকে লোকাল যাত্রীবাহী ট্রেনটি দোহাজারী স্টেশনে পৌঁছায় এবং সেটি আজ সকালে যথাসময়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে।